শিরোনাম

ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করলেন ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান স্থগিত করেছেন। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিতর্কের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

ফক্স নিউজের তথ্যমতে, ট্রাম্প মনে করছেন, যতক্ষণ না ইউক্রেনের নেতারা শান্তির প্রতি আন্তরিক প্রতিশ্রুতি দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, এই সহায়তা স্থায়ীভাবে বন্ধ করা হয়নি, বরং এটি সাময়িক। সামরিক সহায়তার আওতায় থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম—যেগুলো ইউক্রেনের পথে রয়েছে বা পোল্যান্ডে প্রবেশের অপেক্ষায় রয়েছে—এই সিদ্ধান্তের ফলে আপাতত সরবরাহ বন্ধ থাকবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন।

এই সিদ্ধান্ত সম্পর্কে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও, হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান যে ইউক্রেন ওয়াশিংটনের সহযোগিতার জন্য আরও কৃতজ্ঞ হওয়া উচিত।

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করেছে।