নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বর্তমানে নির্বাচন কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, স্থানীয় নির্বাচন সংস্কারের যে প্রক্রিয়া চলছে, সে বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো নির্দেশনা আসেনি। স্থানীয় নির্বাচনের জন্য কোনো অনুরোধও পাওয়া যায়নি। তাছাড়া স্থানীয় নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে হয়, যা প্রায় এক বছর সময় নিতে পারে। ফলে এই মুহূর্তে স্থানীয় নির্বাচন আয়োজন করা হলে সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা কঠিন হয়ে যাবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য সংসদ নির্বাচন আয়োজন করা। এ লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, যা জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। এরপর ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবর-নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।