শিরোনাম

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। এটি নিয়ে টানা ১৫ ম্যাচ টস হারলেন ভারত এবং ব্যক্তিগতভাবে রোহিত শর্মার টানা ১২তম টস হার।

টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে টানা তিনটি জয় তুলে নেওয়ার পর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার দল। তাদের লক্ষ্য তৃতীয়বারের মতো শিরোপা জেতা। আগের ম্যাচের দল অপরিবর্তিত রেখেই ফাইনালে মাঠে নামছে ভারত।

অপরদিকে, নিউজিল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে একমাত্র ভারতকে হারাতে পারেনি তারা, তবে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় কিউইরা। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার স্বাদ না পাওয়ার আক্ষেপ ঘোচানোর সুযোগ রয়েছে মিচেল স্যান্টনারের দলের সামনে। সর্বশেষ ২০০০ সালে তারা এই শিরোপা জিতেছিল।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়োং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, উইল ও’রুর্ক, নাথান স্মিথ।