হামাস ও ইসরাইল গাজায় আটক চারজন জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বন্দি থাকা বাকি চারজন জিম্মি এবং শনিবার নির্ধারিত সময়ে মুক্তি না পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নির্ধারিত বন্দিদের মুক্তিতে বিলম্বজনিত সমস্যার সমাধান হয়েছে এবং ইসরাইলি জিম্মিদের মৃতদেহ ফেরত দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকেও মুক্তি দেওয়া হবে।
এদিকে, কাতারের সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানায়, ইসরাইল অনুরোধ করেছে যাতে গাজা থেকে জিম্মিদের মৃতদেহ মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও তেল আবিব কর্তৃপক্ষ ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়নি। শনিবার হামাসের হাতে আটক অবস্থায় মারা যাওয়া শিরি বিবাস ও তার দুই সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের বিষয়টি ইসরাইলিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।