আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সোমবার রাত থেকে যৌথ অভিযান শুরু হয়েছে। তিনি বলেন,
“এ অভিযানে যদি কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পাওয়া যায়, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালিত হচ্ছে, যদি কোনো কর্মচারী বা বাহিনীর সদস্য দায়িত্বে অবহেলা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন,
“এখানে কোনো ছাড় নেই, সে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের সদস্য হোক না কেন, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।”
পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তিনি বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কাজ করছে বলে জানান তিনি।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব এবং প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের ছয় সদস্য পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।