বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি এ সিদ্ধান্ত নেন।
এর আগে, মঙ্গলবার মো. নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তিনি তরুণদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, তিনি সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সব কমিটি থেকে ইস্তফা দিয়েছেন। তার মতে, সরকারে থাকার চেয়ে রাজপথে সক্রিয় থাকাই এখন বেশি জরুরি।
নাহিদ ইসলাম বলেন, ৮ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনজন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন, যা জাতীয় নিরাপত্তা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সে সময় প্রয়োজনীয় ছিল। তবে সাড়ে ছয় মাসের অভিজ্ঞতায় দেখা গেছে, সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবুও একটি স্থিতিশীলতা এসেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য রাজপথে তার সক্রিয় থাকা বেশি প্রয়োজন। গণতান্ত্রিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা তিনি লালন করেন, তা বাস্তবায়নে ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যুক্ত হওয়াই গুরুত্বপূর্ণ। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সংহত করতে এবং বাইরে থাকা সমমনা আন্দোলনকারীদের চাওয়ার প্রতিফলন ঘটাতে তিনি সরকারের বাইরে থেকে ভূমিকা রাখতে চান। এসব চিন্তা থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।