শিরোনাম

টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুর্দান্ত গোলকিপিংয়ের মাধ্যমে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। দলের এই সাফল্যে মূল ভূমিকা রাখেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

প্রথম লেগে কঠিন লড়াইয়ের পর অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের শুরুতেই ফরাসি ক্লাবটি এগিয়ে যায়। ১২ মিনিটে উসমান দেম্বেলের গোল লিড এনে দেয় পিএসজিকে, ফলে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে লুইস এনরিকের দল।

পরবর্তী সময়ে দুই দলই গোলের জন্য প্রচেষ্টা চালালেও কেউই সফল হতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হন দোন্নারুম্মা। লিভারপুলের দারউইন নুনেজ ও কার্টিস জোনসের শট রুখে দেন তিনি, যার ফলে সহজ জয় নিশ্চিত করে পিএসজি।

চলতি আসরে ৩৬ দলের লিগ পর্ব থেকে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে শেষ ষোলোতে জায়গা করেছিল লিভারপুল, তবে শেষ পর্যন্ত দোন্নারুম্মার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতে হয় তাদের।