শিরোনাম

গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ জানিয়েছেন, গত ১৫ মাস ধরে চলমান ইসরাইলি আগ্রাসনে গাজায় ২৪ জন নারী সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। খবর ইয়েনিসাফাকের।

সালামা মারুফ বলেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, “যারা নারীর অধিকার ও সাংবাদিকদের সুরক্ষার কথা বলে, তাদের সামনেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”

তিনি আরও বলেন, “নারী হিসেবে তাদের মর্যাদা কিংবা সাংবাদিকতা পেশার সুরক্ষা তাদের ইসরাইলি বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি।”

মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, “প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। বেশিরভাগ প্রতিক্রিয়া শুধুমাত্র নিন্দা প্রকাশেই সীমাবদ্ধ থেকেছে, যা এক ধরনের ভণ্ডামি ও সম্পূর্ণ অপর্যাপ্ত।”

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। টানা ১৫ মাস ধরে চলা এই গণহত্যায় এখন পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।