শিরোনাম

দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর বিভিন্ন থানায় আকস্মিক পরিদর্শনে যান তিনি। পল্লবী, মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন।

সফর শেষে উপদেষ্টা জানান, বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি হচ্ছে কিনা, তা পর্যালোচনার জন্যই তিনি মাঠে নেমেছেন। তবে পরিদর্শিত সব থানার পুলিশের কর্মকাণ্ডে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সম্মিলিত টহল ব্যবস্থা (কম্বাইন্ড পেট্রোলিং) চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।