শিরোনাম

গ্রেফতার এড়াতে নিখোঁজ শ্রীলঙ্কার আইজিপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার পুলিশের প্রধান দেশবন্ধু তেন্নাকুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম তামিল গার্ডিয়ান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি বিতর্কিত তল্লাশি অভিযানের সময় এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ওই অভিযানের নির্দেশ দিয়েছিলেন তেন্নাকুন, এবং এরপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

এক সিনিয়র কর্মকর্তা জানান, তাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। বাড়িতে কেবল তার দেহরক্ষীরা ছিলেন, যা থেকে বোঝা যায় তিনি পলাতক।

এছাড়া, আদালত তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে তিনি দেশত্যাগ করতে না পারেন।

উল্লেখ্য, কলম্বো পুলিশের একটি ইউনিটকে তিনি ওয়েলিগামার একটি হোটেলে তল্লাশি চালানোর নির্দেশ দেন, যেখানে অবৈধ মাদক ব্যবসার অভিযোগ ছিল। তবে স্থানীয় পুলিশ এই অভিযানের বিষয়ে জানত না, ফলে রাজধানী থেকে আসা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এই ঘটনায় বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। তবে অভিযানে হোটেল থেকে কোনো মাদক উদ্ধার করা যায়নি।

২০২৩ সালের নভেম্বরে দেশবন্ধু তেন্নাকুনকে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং তার নিয়োগের বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়।