শিরোনাম

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ

নতুন শিক্ষাবর্ষ শুরুর পর দুই মাস পার হলেও অনেক শিক্ষার্থী এখনো সম্পূর্ণ বই পায়নি। মাত্র দু-একটি বই নিয়ে তাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বই বিলম্বের কারণ

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নতুন বই ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ছাপানো ও বিতরণজনিত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে, ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, ‘প্রতিবছর শিক্ষার্থীদের জন্য প্রয়োজনের চেয়ে বেশি বই ছাপানোর হিসাব দেখানো হয়, যা বই উৎপাদন ও বিতরণে নানা জটিলতা তৈরি করে।’

এছাড়া, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা দেখা দিলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি।

নতুন শিক্ষা উপদেষ্টার পরিকল্পনা

অন্যদিকে, নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার জানিয়েছেন, তিনি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেবেন। তিনি মনে করেন, শিক্ষা খাতের সমস্যা সমাধান এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।

শপথ গ্রহণের পর বুধবার দুপুরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে যান এবং কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর, গণমাধ্যমের সঙ্গে শিক্ষা খাতের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

এর আগে, সকাল ১১টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছিলেন।