শিরোনাম

ছাত্রদের দল থেকে সরে দাঁড়ালেন জুনায়েদ ও রিফাত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত জানিয়েছেন, তারা আসন্ন নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকছেন না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, বর্তমানে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত চীন সফরে রয়েছেন, যেখানে তারা চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে অংশ নিচ্ছেন। তবে তাদের এই সফর নিয়ে নাগরিক কমিটির অভ্যন্তরে কিছু আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে সংগঠনটি একটি আনুষ্ঠানিক বিবৃতিও দেয়।

নাগরিক কমিটির অভ্যন্তরীণ টানাপোড়েন মূলত নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে প্রকাশ্যে আসে। একাংশ আলী আহসান জুনায়েদকে এ পদে দেখতে চাইলেও, অন্য অংশ সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানায়। ফলে সংগঠনের ভেতরে মতবিরোধ তৈরি হয়।

ফেসবুক পোস্টে আলী আহসান জুনায়েদ লেখেন, “২৮ ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাতে আমি থাকছি না। আমি এটি অনেক আগেই সংশ্লিষ্টদের জানিয়েছি। বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং দলের ওপর সবার দৃষ্টি কেন্দ্রীভূত রাখতে আমি নীরব ছিলাম, কিন্তু নানা গুঞ্জন থামছে না। তাই পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ গঠনে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। আমি নতুন এই দলের জন্য শুভ কামনা জানাই এবং আশা করি, তারা সততা ও ন্যায়ের পথ অনুসরণ করবে। দুর্নীতি প্রতিরোধ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।”

তিনি রাজনৈতিক প্রক্রিয়ার গণতান্ত্রিকতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে বলেন, “গণতান্ত্রিক নিয়ম অনুসরণ ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বাস্তবতার কারণে দুঃখজনক সিদ্ধান্ত নিতে হলেও, আমি চাই নতুন রাজনৈতিক দলটি ট্যাগিং ও পক্ষপাতদুষ্ট রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করুক।”

জুনায়েদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রাফে সালমান রিফাতও ফেসবুকে লেখেন, ২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমি থাকছি না, তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না।

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। স্বল্পমেয়াদে বড় কোনো সাফল্যের আশা না করলেও, রাজনীতি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া। ধৈর্য ধরে টিকে থাকতে হবে। আমাদের স্বপ্ন এক নতুন বাংলাদেশ, যা হবে প্রকৃত গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং আধিপত্যমুক্ত। ঐক্য ও মধ্যমপন্থাই আমাদের শক্তি।”

দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে রিফাত বলেন, “আমাদের সংগ্রাম শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধেও। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা নিবেদিতপ্রাণ। নতুন রাজনৈতিক দলের প্রতি শুভ কামনা রইল।”

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই ছাত্রনেতৃত্বাধীন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।