শিরোনাম

নিরপেক্ষতা না থাকলে উপদেষ্টাদের বের করে দেয়া দরকার: ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

নিরপেক্ষতা বজায় না থাকলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অপসারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে চায়। এ ধরনের বাধা দেখা দিলে জনগণকে রাস্তায় নামতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্যে তিনি আশাহত হয়েছেন, কারণ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় নিরপেক্ষতা বজায় না রাখলে তাদের পদত্যাগ করা উচিত।

একটি বিশেষ দলকে প্রতিষ্ঠিত করতে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকারি অর্থ বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে সুবিধা পাইয়ে দেওয়ার ঘটনা ঘটছে।

বিএনপিকে নতুন করে ভারতপন্থি হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় বাংলাদেশপন্থি নীতি অনুসরণ করে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কে জড়ানো উচিত নয়। অতীতের বিভিন্ন সংকটে সেনাবাহিনী তাদের দেশপ্রেমিক ভূমিকা প্রমাণ করেছে।

বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচন চায় বলে দাবি করেন তিনি।

তিনি আরও মনে করেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতার অভাবের কারণে তারা এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। যদি স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়, তাহলে অনেক সংকট কমে আসবে।

এছাড়া, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ভূরাজনৈতিক দিক থেকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভারতের পাশাপাশি চীন, পাকিস্তান ও মিয়ানমারের সঙ্গেও সুসম্পর্ক রাখা জরুরি বলে মন্তব্য করেন তিনি।