শিরোনাম

নৈশভোজে বিশেষ অনুরোধ মোদির : সায় দিলেন পুতিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
নৈশভোজে বিশেষ অনুরোধ মোদির সায় দিলেন পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে রাশিয়া গেছেন। সোমবার রাতে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। এই সময় মোদি পুতিনের কাছে একটি বিশেষ অনুরোধ করেন, যা পুতিন মেনে নেন। পুতিন মোদিকে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাও জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে পূর্ব ইউরোপে যুদ্ধ চলছে। এই যুদ্ধে অনেক ভারতীয় নাগরিকও প্রভাবিত হয়েছেন। কাজ বা অন্যান্য কারণে রাশিয়ায় থাকা ভারতীয়দের মধ্যে অনেকেই যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়াই করতে গিয়ে দু’জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র অনুযায়ী, মস্কোয় নৈশভোজের সময় মোদি ও পুতিন এই বিষয়ে আলোচনা করেন। পুতিন এরপর ভারতীয় সেনাদের ছেড়ে দিতে সম্মত হন। রাশিয়ার সেনাবাহিনীতে এখনও অনেক ভারতীয় রয়েছে, যাদের মুক্তি দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করবে রাশিয়ার সরকার, পুতিন এ কথাও জানান।

প্রতি বছর উচ্চ বেতনের চাকরির আশায় অনেক ভারতীয় রাশিয়ায় যান। অভিযোগ উঠেছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক ভারতীয়কে রাশিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। মোদির এই সফরের পর তারা দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রাশিয়া সফর শেষে মোদির অস্ট্রিয়া যাওয়ারও পরিকল্পনা রয়েছে। গত ৪১ বছরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করবেন। পাঁচ বছর পর মোদির এই রাশিয়া সফর বিশেষ গুরুত্ব বহন করে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অনেক বিধিনিষেধ আরোপ করেছে। তবে ভারত প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। বিশেষজ্ঞদের মতে, মোদির এই সফর আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

  • ঊষারবাণী
  • ভারত
  • রাশিয়া
  •