শিরোনাম

এবার যুক্তরাজ্য সরকারে দায়িত্ব পেলেন রুশনারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
এবার যুক্তরাজ্য সরকারে দায়িত্ব পেলেন রুশনারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা পেলেন আর এক বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিক রুশনারা আলী। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকারের দায়িত্ব পেয়েছেন তিনি। তাঁর নির্বাচনী জয়ের ঘটনা হয়েছে সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে, যা শনাক্ত হয় ৪ জুলাইতে।
নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে লেবার পার্টি বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। সংসদের ৬৫০টির মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করে লেবার পার্টি। এই জয়ের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী বাজিমাত করেন, যাদের হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রুপা হক এবং আফসানা বেগম।

লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারকে সরকার গঠনের অনুমতি দেন রাজা তৃতীয় চার্লস। ৫ জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরে আসার পর মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়। এরপর মন্ত্রিসভার বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়।

স্টারমারের সরকারে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী রাজনীতিক। ব্রিটেনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত হয়েছেন এমপি টিউলিপ সিদ্দিক, যাকে নিয়োগ দেওয়া হয়েছে নগরমন্ত্রী হিসেবে। আর রুশনারা আলীকে নিয়োগ দেওয়া হয়েছে বাসস্থান, কমিউনিটি ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী।
টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ১৫,৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪,২০৭ ভোট।

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে রুশনারা আলী প্রতিষ্ঠিত। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সালের আগে চারবার মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ২০১০ সালের পর থেকে তিনি আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তারপরে, ২০১৩ সালের অক্টোবরে তিনি ছায়া শিক্ষা প্রতিমন্ত্রীর কার্যক্রম চালিয়েছেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • যুক্তরাজ্য
  • রুশনারা
  •