চীন থেকে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের অনুদান-ঋণ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অনুদান-ঋণ প্রদান করবে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই চারটি প্যাকেজের আওতায় চীন অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ এবং বাণিজ্যিক ঋণ সহায়তায় সম্মত হয়েছে।
চীন সফর নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে ২১ টি সমঝোতা হয়েছে। আরও ৭টি বিষয় এর বাইরে আছে। আমি জানি না যারা এ কথাগুলো বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করতে বলছেন। আমি এগুলোকে খুব গুরুত্ব দেই না। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে এ ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত। এতে আমার কিছু যায় আসে না। যখন ভারতে গেলাম তখন তারা বলে যে দেশ বেঁচে দিয়েছি। এটা এক ধরনের মানসিক অসুস্থতা। তাদের প্রতি করুণাই হয় আমার।”
গত সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে শেখ হাসিনা সরকারি সফরে চীনে যান এবং গত বৃহস্পতিবার দেশে ফেরেন। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন।
শেখ হাসিনার সফরকালে বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই ও নবায়ন করেছে, যার বেশিরভাগই সমঝোতা স্মারক। বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, বাংলাদেশ ও চীন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তিসহ সাতটি ঘোষণা পত্র সই করেছে।