শিরোনাম

উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
উত্তরায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরা হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘লাঠিসোঁটা, টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দিচ্ছেন এবং কাজী নজরুলের বিদ্রোহী গান গাইছেন।

অবরোধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি, শান্ত মারিয়াম, উত্তরা, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের টঙ্গী সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে হাউজ বিল্ডিং এলাকায় জড়ো হয়। পরে বিমানবন্দর সড়ক ধরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজলক্ষ্মী এলাকায় যায়। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা একটার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা হাউজবিল্ডিং থেকে রাজলক্ষ্মী পর্যন্ত সড়কে এলোমেলোভাবে অবস্থান করছে। তারা মাঝে মাঝে বিক্ষোভ মিছিল করছে এবং স্লোগান দিচ্ছে। সড়কে পুলিশ উপস্থিত রয়েছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •