ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে যোগদান করতে অক্ষমতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। নিয়োগ পাওয়ার মাত্র দুই দিনের মধ্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে পাঠানো এক চিঠিতে তিনি পদটি গ্রহণ করতে অপারগতার কারণ উল্লেখ করেছেন।
চিঠিতে এহসানুল হক সমাজী জানান, সম্প্রতি গণমাধ্যম ও অন্যান্য সূত্র থেকে জানতে পারেন যে, তাকে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে জানান যে, পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে ও ব্যক্তিগত/পারিবারিক কারণে তিনি পদটি গ্রহণ করতে অক্ষম। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, রাষ্ট্র সংস্কার কার্যক্রমে তার সমর্থন থাকবে এবং প্রশাসনের প্রয়োজনীয় আইনি সেবা প্রদান করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট তাকে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। পূর্বে তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর এ পদে দায়িত্ব পালন করেছেন।
এহসানুল হক সমাজী বাংলাদেশের একজন স্বনামধন্য ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন বিষয়ক জাতীয় পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।