শিরোনাম

বন্যার্তদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ অনুভব হলো বুবলীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে শবনম বুবলী: নিজ এলাকায় মানবিক উদ্যোগ

নোয়াখালীর মেয়ে এবং জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় নিজ এলাকায় ছুটে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফেসবুক পোস্টে জানা গেছে, বুবলী নোয়াখালীর বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন। যদিও তিনি ঠিক কবে সেখানে গেছেন, তা উল্লেখ করেননি, তবে গতকাল বৃহস্পতিবার রাতে একটি ভিডিও ও কিছু স্থিরচিত্র পোস্ট করে দুর্গতদের পাশে থাকার খবরটি শেয়ার করেছেন।

১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে এবং ছবিগুলোর ক্যাপশনে বুবলী জানান, “বন্যার্ত মানুষদের কষ্ট দেখে আমার মন আরও ভারী হয়ে গেল। আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটি আমার মানসিক শান্তি। ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু সেগুলো দুর্গতদের কাছে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ গ্রামের দিকে যোগাযোগব্যবস্থা খুবই খারাপ। তাই সবাইকে অনুরোধ করব, তাদের প্রাপ্য উপহারসামগ্রীগুলো পৌঁছাতে সহযোগিতা করুন।”

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী আরও জানান, বন্যার শুরু থেকেই তিনি বানভাসি মানুষদের পাশে থাকার চেষ্টা করেছেন। তবে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রথমে ঢাকায় থেকেই সহায়তা করেছেন। অবশেষে সশরীরে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।

বুবলী আরও বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন অন্যদের উৎসাহিত করতে, শো–অফের জন্য নয়। তাঁর লক্ষ্য ছিল এই মানবিক কাজে অন্যদেরও উদ্বুদ্ধ করা।

শবনম বুবলী চলচ্চিত্রে তাঁর আট বছরের অভিনয়জীবন পার করছেন। শামীম আহমেদ পরিচালিত ‘বসগিরি’ ছবির মাধ্যমে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর থেকে তিনি সমানতালে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। অভিনয়ে আসার আগে বুবলী সংবাদপাঠক এবং বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কাজ করেছেন।

  • dailyusharbani
  • usharbani
  • বন্যা
  • বুবলী
  •