শিরোনাম

মারা গেল রাশিয়ার গুপ্তচর তিমি হাভালদিমির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
সংগৃহীত

রাশিয়ার গুপ্তচর তিমি হাভালদিমির মারা গেছে। রোববার (২ সেপ্টেম্বর) নরওয়ের সমুদ্র উপকূলে তিমিটির মরদেহ ভেসে ওঠে।

বন্দর নগরী রিসাভিকায় হাভালদিমিরের মরদেহ ভেসে ওঠার খবরটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাঁচ বছর আগে নরওয়ের সমুদ্রসীমায় প্রথমবারের মতো দেখা যায় বেলুগা প্রজাতির এই তিমিটিকে। তার শরীরে যুক্ত ছিল একটি গো-প্রো ক্যামেরা, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল “সেন্ট পিটার্সবার্গের ব্যক্তিগত যন্ত্র”। এই থেকেই ধারণা করা হয় যে, মস্কো হাভালদিমিরকে গুপ্তচরের কাজে ব্যবহার করছিল।

তিমিটির নামের শেষ অংশের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামের মিল থাকায় এই ঘটনা নিয়ে আরও আলোচনা তৈরি হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, হাভালদিমিরের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এছাড়া, বেলুগা প্রজাতির তিমির সাধারণত দীর্ঘায়ু হওয়া সত্ত্বেও মাত্র ১৫ বছর বয়সে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিমিটির মরদেহ নেক্রোস্কোপির জন্য সংরক্ষণ করা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রশাসন কোনো মন্তব্য করেনি।

  • usharbani
  • ঊষারবাণী
  •