লিসবনে বৃহস্পতিবার রাতে নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক অনন্য কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৪ মিনিটে নুনো মেন্দেসের ক্রসে ভলিতে দুর্দান্তভাবে গোল করে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই পর্তুগিজ মহাতারকা।
গ্যালারিতে সমর্থকদের হাতে থাকা ‘৯০০ রোনালদো’ লেখা প্ল্যাকার্ডে তাদের আশা পূরণ করতেও বেশি সময় নেননি রোনালদো। জাতীয় দলের হয়ে ১৩১টি এবং পাঁচ ক্লাবের হয়ে ৭৬৯টি গোলের অসাধারণ রেকর্ড গড়েছেন তিনি, যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০, যুভেন্তুসে ১০১, আল নাসরে ৬৮ এবং স্পোর্তিংয়ের হয়ে ৫টি গোল রয়েছে।
৯০০তম গোলের এই মাইলফলক স্পর্শ করার পর রোনালদো বলেন, “এটা আমার ক্যারিয়ারের একটি বিশেষ মাইলফলক। আমি রেকর্ড ভাঙার জন্য খেলি না, বরং রেকর্ডই আমাকে তাড়া করে।” তিনি আরও বলেন, “এখন আমার অনুপ্রেরণা হলো ফুটবল উপভোগ করা। পর্তুগালের হয়ে দুটি শিরোপা জেতা বিশ্বকাপ জয়ের সমান।”
ক্রিশ্চিয়ানো রোনালদোর এই গোল তাকে ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখা হবে।