শিরোনাম

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ইংলিস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ইংলিসের বিধ্বংসী সেঞ্চুরি: স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়ে ওঠেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস, যার দুর্দান্ত সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নেয় অজিরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৬ রান। জবাবে স্কটল্যান্ড ১৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানে গুটিয়ে যায়।

অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ট্রাভিস হেড এবার গোল্ডেন ডাক মেরে ফেরেন, আরেক ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও ব্যর্থ হন। মাত্র ২৩ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তিন নম্বরে নেমে ঝড় তোলেন জশ ইংলিস। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৮০ রানের পার্টনারশিপ। গ্রিন ৩৬ রান করে ফিরলেও ইংলিস দেখান তার ক্লাস।

৪৯ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ইংলিস গড়েন নতুন রেকর্ড। তার ইনিংসে ছিল ৭টি করে চার ও ছক্কা। ৪৩ বলে করা শতকটি অস্ট্রেলিয়ার হয়ে এই ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল অ্যারন ফিঞ্চ, ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েলের যৌথভাবে করা ৪৭ বলের শতক।

স্কটল্যান্ডের জবাবটা ছিল হতাশাজনক। ব্র্যান্ডন ম্যাকমুলানের ৫৯ রানের লড়াই ছাড়া কেউই ভালো করতে পারেননি। শেষ পর্যন্ত স্কটল্যান্ড ১২৬ রানেই অলআউট হয়ে যায়।

অস্ট্রেলিয়ার এই জয়ে বড় অবদান রেখে জশ ইংলিস নিজেকে প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটে নতুন তারকা হিসেবে।

  • usharbani
  • অস্ট্রেলিয়া
  • ইংলিস
  • ঊষারবাণী
  •