সিরিজের শেষ ম্যাচে ইতিহাস রচনা করেছিল আফগানিস্তান, তবে তৃতীয় ম্যাচে তা ধরে রাখতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার পর, রশিদ খানকে বিশ্রাম দিয়ে শারজায় অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় তারা।
রোববার (২২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারায় আফগানিস্তানকে, ১৭০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১০২ বল বাকি থাকতে।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায়, যেখানে মূল ভূমিকা রাখেন গুরবাজ। ৪ ছক্কা ও ৭ চারে ৯৪ বলে ৮৯ রান করেন তিনি। গাজনফর ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান পাননি। ১৫ বলে ৩১ রান করে কিছুটা লড়াই করেন গাজনফর। আফগানিস্তানের ইনিংস থামে ১৬৯ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকোয়াইয়ো এবং নাবাইয়োমজি পিটার প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে প্রথমে দেখেশুনে খেলে। টেম্বা বাভুমা ও টনি ডি জর্জির ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। নবম ওভারের প্রথম বলে গাজনফর বোল্ড করে ফেরান বাভুমাকে। দ্বাদশ ওভারে মোহাম্মদ নবির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জর্জি, তিনি ৩১ বলে করেন ২৬ রান।
দলীয় ৮০ রানে রিজা হেন্ডরিকস ফিরলেও কোনো বিপদ হতে দেননি মার্করাম। ৩ ছক্কা ও ৪ চারে অপরাজিত থেকে দলকে জয়ের পথে নিয়ে যান। তাকে ভালো সঙ্গ দেন ত্রিস্তান স্টাবস, যিনি অপরাজিত ছিলেন ২৬ রানে। ৩ উইকেট হারিয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ ও সিরিজসেরা হন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। পুরো সিরিজে তার ব্যাট থেকে আসে ১৯৪ রান।