আজ থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার আনুষ্ঠানিকতা, প্রথমেই চিকিৎসা শাস্ত্রের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এই ঘোষণা করা হবে।
এ বছরের নোবেল পুরস্কারের ঘোষণা ৭ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। ‘নোবেল প্রাইজ’ নামের ওয়েবসাইটে প্রতিটি ঘোষণা সরাসরি প্রচারিত হবে।
প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। প্রথমে চিকিৎসাশাস্ত্র, এরপর পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। নোবেল শান্তি পুরস্কারটি নরওয়ে থেকে ঘোষণা করা হয়, অন্যদিকে বাকি পুরস্কারগুলো সুইডেন থেকে।
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয় এবং যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মনোনীত করা হয়। বিচারকরা বিজয়ীদের নাম প্রকাশের আগ পর্যন্ত এ বিষয়ে কিছু জানান না।
নোবেল শান্তি পুরস্কার একমাত্র পুরস্কার যা তিনজনের বেশি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা যায়, অন্যদিকে অন্য কোনো নোবেল পুরস্কার তিনজনের বেশি ব্যক্তির মধ্যে ভাগ করা হয় না। পুরস্কার মরণোত্তর প্রদান করা হয় না, তবে যদি কোনো বিজয়ী নাম ঘোষণার আগে মারা যান, তখন পুরস্কারটি প্রদান করা হয়।
২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা করা হয়। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (আনরোয়া) এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালত (আইসিজে) মনোনীত হয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কারের ইতিহাসে একমাত্র আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সর্বাধিক তিনবার এই পুরস্কার অর্জন করেছে।
২০২৪ সালের সম্ভাব্য শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি থাকলেও, বিশেষ পরিস্থিতির কারণে তারা তালিকা থেকে বাদ পড়েছেন।