কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিংকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন।
মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা একটি নোবেল মেডেল, একটি সনদ এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পুরস্কার হিসেবে পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেখানে একাধিক বিজয়ী থাকবেন, সেখানে পুরস্কারটি সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
নোবেল পুরস্কারের মনোনয়ন বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে পূর্বে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রক্রিয়াটি সর্বোচ্চ গোপনীয়তার মধ্যে সম্পন্ন করেছে নোবেল কমিটি। ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন বিভাগে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে, ৮ অক্টোবর পদার্থবিজ্ঞানে, ৯ অক্টোবর রসায়নে, ১০ অক্টোবর সাহিত্যে এবং ১১ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে। ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা পর্ব শেষ হবে।