অভিনয়ের পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কুসুম শিকদার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পাচ্ছে এই শুক্রবার। সিনেমাটি শুধুমাত্র সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হবে।
২০১৭ সালে কুসুমের লেখা উপন্যাস ‘শরতের জবা’ প্রকাশিত হয়েছিল, যা এক নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে রচিত। গল্পটিতে অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যুর মতো উপাদান রয়েছে, যা জবার জীবনকে প্রশ্নবিদ্ধ করে। সেই ভৌতিক গল্পকেই এবার বড় পর্দায় আনলেন কুসুম।
এ সিনেমার চিত্রনাট্য ও প্রযোজনাও কুসুম শিকদারের করা। পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা নেহা, নরেশ ভূঁইয়া, ও শহীদুল আলম সাচ্চু।
দেশের বর্তমান পরিস্থিতি এবং সিনেমা হলের অবস্থা নিয়ে কিছুটা সংশয়ে থাকলেও কুসুম বলছেন, ‘দেশের সবকিছু চালু রয়েছে, তবে সিনেমা হল কেন বন্ধ থাকবে? ঝুঁকি থাকলেও আমি দুর্গাপূজায় “শরতের জবা” মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা এটি উপভোগ করবেন।’