ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি টেকনাফ উপজেলার সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় দানার কারণে টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ কারণে টেকনাফ ও সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দিনভর গুমোট আবহাওয়ার পর সন্ধ্যায় ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
উল্লেখ্য, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।