বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেগুনবাড়িতে ঢাকার ৫০টি স্থানে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে কথা বলেন।
তিনি জানান, বন্যাসহ বিভিন্ন কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে। এছাড়া সিন্ডিকেট ও মজুতদারদের কারসাজির কারণে জনদুর্ভোগ বাড়ছে, যা রোধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।
কৃষকদের কাছ থেকে সরাসরি গ্রাহকদের কাছে পণ্য পৌঁছানোর কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজে সরকার সহযোগিতা করবে। বিকল্প কৃষিবাজার চালুর চিন্তা করা হচ্ছে, যাতে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করতে পারেন।
সিন্ডিকেট ভাঙতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, যা কৃষি বাজারকে সহায়তা করবে এবং সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, শুল্ক কমানোর সুফল ইতোমধ্যে বাজারে দেখা যাচ্ছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ফড়িয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।