লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে রবার্ট লেভানদোভস্কি দুইটি গোল করেন। লামিনে ইয়ামাল ও রাফিনিয়া করেন বাকি দুটি গোল।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা যেন দীর্ঘ হয়। বুধবার ইউরোপিয়ান ম্যাচেও সবাই তা দেখেছে। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেলে রিয়াল ৫ গোল দিয়ে ম্যাচ জেতে। তবে কয়েক দিনের মধ্যেই সেই দেশেরই আরেকজন খেলোয়াড় দেখিয়ে দিলেন ভিন্ন ফল।
প্রথমার্ধে অফসাইডের ফাঁদে আটকে যায় রিয়ালের আক্রমণভাগ। বিরতির পর, ম্যাচের ৫৬তম মিনিট থেকে রিয়ালের জন্য রাতটা দীর্ঘ হতে শুরু করে। ৫৬ মিনিটে বার্সা ২-০ গোলে এগিয়ে যায় এবং ৮৪ মিনিটের মধ্যে তারা ব্যবধান বাড়িয়ে ৪-০ করে।
এর আগে টানা চার এল ক্লাসিকোতে রিয়াল বার্সেলোনাকে পরাজিত করেছিল। তবে এবার লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁতে গিয়ে রিয়াল মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বীকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও শক্তিশালী করে বার্সেলোনা।
ঘরের মাঠে প্রথমার্ধে রিয়াল সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। ৫৩ মিনিটে প্রথম গোল করে বার্সা। ম্যাচের ৬০তম মিনিটে এমবাপ্পের শট পেনা আটকে দেন। এরপর ৬৬ মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
৬৬ মিনিটের পর, প্রতিআক্রমণে ডি ইয়ংয়ের বাঁয়ে পাস ধরে রাফিনিয়া বল পাস দেন লেভানদোভস্কিকে। শট নিলেও তা গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ৬৮ মিনিটে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন লেভানদোভস্কি।