শিরোনাম

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হকও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন তারা।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মইনউদ্দীন আবদুল্লাহ বলেন, “এ বিষয়ে পরে কথা বলবো। কিছু জানতে হলে সচিবের সঙ্গে কথা বলুন।”

দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, পদত্যাগের আগে চেয়ারম্যান ও কমিশনাররা সকলের কাছে বিদায় নেন।

দুদক আইন অনুযায়ী, কমিশনের পদ থেকে ইস্তফা দিতে হলে রাষ্ট্রপতির কাছে কমপক্ষে এক মাস আগে পদত্যাগপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে। তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিন বিকেল ৩টায় সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা নির্ধারিত ছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মুহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে স্বাক্ষর করেন। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন।

  • usharbani
  • ঊষারবাণী
  • দুদক
  •