শিরোনাম

ঋতুপর্ণাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
সাফ চ্যাম্পিয়নশিপ

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাঁদেরকে সংবর্ধনা জানাতে ছাদখোলা বাসে শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলটি আজ বৃহস্পতিবার দুপুরে কাঠমান্ডু থেকে ঢাকায় পৌঁছাবে, এরপর বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সাবিনা, সানজিদা ও মাসুরাদের সংবর্ধনা জানাতে ফুটবলপ্রেমীরা সড়কের পাশে ভিড় করেছিলেন। এবারও একইভাবে তাঁদেরকে সংবর্ধিত করা হবে। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, এই আয়োজনের জন্য বিআরটিসির একটি ছাদখোলা বাস প্রস্তুত করা হচ্ছে।

সাফ বিজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তাঁদের দেশে ফিরে সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শিরোপা জয়ের পরপরই নারী ফুটবল দলকে অভিনন্দন জানাতে ফোন করেন।

বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাঁর ফেসবুক পোস্টে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে লেখেন, “নেপালকে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এই অর্জনে আজ পুরো দেশ তাঁদের নিয়ে গর্বিত।”

  • usharbani
  • ঊষারবাণী
  • সাফ চ্যাম্পিয়নশিপ
  •