শেষ মুহূর্তেও জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভেনিয়ার মতো দোদুল্যমান রাজ্যগুলোতে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মুসলিম প্রধান রাজ্য মিশিগানে প্রচারণা চালিয়েছেন। তার রানিং মেট জর্জিয়া ও নর্থ ক্যারোলিনার ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
ভোটাররা নানা বিষয় বিবেচনা করছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও জীবনের ব্যয় নিয়ে বিপাকে থাকা আমেরিকানরা অর্থনৈতিক পরিবর্তনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে সীমান্ত সমস্যা ও সামাজিক নিরাপত্তা। বাইডেন প্রশাসনের প্যালেস্টাইন সম্পর্কিত পদক্ষেপ নিয়েও বিভক্তি স্পষ্ট।
কমলা হ্যারিসের জন্য রয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা। গর্ভপাত ইস্যু নিয়েও ভোটারদের মধ্যে রয়েছে বিভাজন।
বাংলাদেশি আমেরিকানদের মধ্যেও এবারের নির্বাচনে বিভক্তি স্পষ্ট। পূর্ববর্তী নির্বাচনে তারা প্রধানত ডেমোক্র্যাটপন্থী হলেও এবার লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
সব মিলিয়ে বিশ্ব একটি উত্তেজনাপূর্ণ লড়াই প্রত্যক্ষ করতে যাচ্ছে, যার চূড়ান্ত ফলাফল জানা যাবে ৫ নভেম্বরের পর।