বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাসমত উল্লাহ শহিদি। আজ বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ইতিহাস বদলাতে চায় টাইগাররা। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে শান্ত-মুশফিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে থাকবেন রশিদ খান ও নবীরা। মাঠে নামছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের টাটকা স্মৃতি নিয়ে।
দুই দলের ১৬ বারের সাক্ষাতে বাংলাদেশ এগিয়ে রয়েছে ১০-৬ ব্যবধানে। ঘরের মাঠে তিন সিরিজের মধ্যে দুটিতেই জয়ী হয়েছিল বাংলাদেশ। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল টাইগারদের। ২৯ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে শারজায় নামছে বাংলাদেশ। এর আগে এই মাঠে ৬টি ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেললেও জয় অধরাই রয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।