শিরোনাম

হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতির পর আবারও হোয়াইট হাউসের মসনদে ফিরে আসলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে, পূর্ববর্তী জনমত জরিপের সব পূর্বাভাসকে অস্বীকার করে, মার্কিন ভোটাররা সাবেক এই প্রেসিডেন্টকে আবারও তাদের নেতা হিসেবে নির্বাচিত করলেন। এর মাধ্যমে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসের উত্থানের আশা ভেঙে গেছে, এবং ট্রাম্প নতুন ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রে।

নির্বাচনের আগে, দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে তীব্র বাকযুদ্ধ এবং বিভাজনের রাজনীতি যুক্তরাষ্ট্রকে উত্তপ্ত করে তোলে। অনেক গণমাধ্যম এবং সংস্থাগুলি আভাস দিয়েছিল যে, এ নির্বাচনে কঠিন প্রতিযোগিতা হবে। তবে বেশিরভাগ জরিপে কমালাকে এগিয়ে রাখা হলেও, ‘‘আমেরিকা প্রথম’’ নীতিতে অটল ট্রাম্পই শেষ পর্যন্ত নির্বাচিত হন।

এ নির্বাচনে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হয় প্রেসিডেন্ট নির্বাচিত হতে। ডোনাল্ড ট্রাম্প বুধবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এই ম্যাজিক ফিগারে পৌঁছান। ব্যাটেলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন এবং পেনসিলভানিয়ায় ট্রাম্পের বিজয়ের মাধ্যমে তার হোয়াইট হাউসের মসনদ নিশ্চিত হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডোনাল্ড ট্রাম্প
  • হোয়াইট হাউস
  •