শিরোনাম

জয়ের পরেও খুশি নন শান্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
জয়ের পরেও খুশি নন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। ১১৯ বলে ৬টি চার ও ১টি ছক্কায় তিনি ৭৬ রান করেন। তবে ভালো পারফর্ম করলেও নিজের ইনিংসে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি শান্ত। তিনি আরও বড় ইনিংস খেলতে চেয়েছিলেন।

শারজাহতে আফগানদের বিপক্ষে শান্তর ইনিংসটি ধীরগতির হলেও তা দলের জন্য কার্যকর ছিল। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, তিনি আরও দীর্ঘ সময় ব্যাট করতে চেয়েছিলেন।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি সন্তুষ্ট নই। আরও কিছু সময় ব্যাট করা দরকার ছিল। উইকেটটি কঠিন ছিল, বিশেষ করে স্পিনারদের জন্য। তবে যেভাবে শুরু করেছিলাম, তাতে আমি খুশি ছিলাম।’

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জয় পেয়ে বাংলাদেশ সিরিজে সমতা ফিরিয়েছে। তৃতীয় ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের সুযোগও রয়েছে।

শান্ত বলেন, ‘কিছুটা ভালো লাগছে, তবে কিছু ঘাটতি রয়ে গেছে। পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যি বলতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। স্পিনারদের বিপক্ষে উইকেটটি কঠিন হওয়ায় আমাকে আরও সময় ব্যাট করতে হতো।’

বাংলাদেশের জয় নিশ্চিত করতে স্পিনার মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাসকিনের নতুন বলে গুরবাজকে আউট করাও ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। শান্ত বলেন, ‘মিরাজ ও নাসুম যেভাবে বোলিং করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়। তাসকিনের নতুন বলে গুরবাজকে আউট করা ছিল গুরুত্বপূর্ণ। এই কারণে আমি জাকেরকে লোয়ার মিডল অর্ডারে চাই।’

  • usharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ ক্রিকেট
  •