ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৪-২৫ সেশনের জন্য ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বাসসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মোজাহিদ (মাহি) সভাপতি এবং জনকণ্ঠের ঢাবি প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে টিএসসিতে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ডুজার সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম এ নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন– সহ-সভাপতি মনিরুজ্জামান (নিউ নেশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান (যুগান্তর), দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম (ডেইলি অবজারভার) ও জাফর আলী (কালবেলা), যারা সমান ভোট পাওয়ায় ৬ মাস করে দায়িত্ব পালন করবেন। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের শোয়াইব আহমেদ, এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন মনজুর হোসাইন মাহি (কালের কণ্ঠ), লিটন ইসলাম (আলোকিত বাংলাদেশ) এবং রাফিউজ্জামান লাবিব (ভোরের কাগজ)।
প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের দলীয় মতাদর্শ থাকতে পারে, তবে সাংবাদিকতার লেখনিতে তা প্রকাশ না পাওয়াই উত্তম। আমরা আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিরসনে সব সদস্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।”
ডুজার নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন মোজাহিদ মাহি শিক্ষার্থীদের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, “নির্বাচিতদের অভিনন্দন জানাই। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, অনিয়ম ও দুর্নীতি কমাতে ভূমিকা রাখবে এবং প্রশাসনও শিক্ষার্থীদের বিষয়ে সচেতন থাকবে।”