শিরোনাম

আন্দোলনে নির্বাচন অফিসগুলোর ক্ষতি দেখতে ৬ কমিটি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে নির্বাচন অফিসের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন উপসচিবকে প্রধান করে দুই সদস্যের আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অফিসগুলো সরেজমিনে পরিদর্শন করে এবং ক্ষতির ছবি ও সুনির্দিষ্ট তথ্যসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে ছয়টি অঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো পরিদর্শন করে তদন্ত চালানো, অফিসগুলোর মালামাল ও যানবাহনের ক্ষতির ছবি সংগ্রহসহ প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে হবে। এছাড়া, সরেজমিন যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিবের কাছে সম্পূর্ণ প্রতিবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • নির্বাচন অফিস
  •