উত্তরাঞ্চলে প্রতিনিধিত্ব না পেলে যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে গাইবান্ধা ও পঞ্চগড়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ নভেম্বর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশ নেয়া ছাত্র জনতা আগামী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে চারজন উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর অপসারণসহ আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবি জানান। অন্যথায় উত্তরাঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা, বাইজিদ বোস্তামি জিম, শরিফুল ইসলাম আকাশ, অর্ণব আহমেদ সামিদ প্রমুখ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
এদিকে পঞ্চগড়েও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পঞ্চগড় জেলা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা দক্ষিণাঞ্চলে একের পর এক উপদেষ্টা নিয়োগ দেয়ার সমালোচনা করেন এবং উত্তরাঞ্চলের বৈষম্য দূর করার দাবি জানান।
পঞ্চগড়ের সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাহফুজ আলম প্রমুখ।