শিরোনাম

সৌদি আরবে খেলা ও বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন নেইমার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
নেইমার

২০৩৪ বিশ্বকাপ ও সৌদি ফুটবলে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মুখ খুললেন নেইমার

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে সৌদি আরবে। এই লক্ষ্য পূরণে সৌদি আরব আগে থেকেই ব্যাপক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের ফুটবলকে আরও জনপ্রিয় করতে তারা ইউরোপের বড় তারকাদের বিশাল অঙ্কের বেতনে নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা এবং নেইমার জুনিয়র। তবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের আল-হিলাল ছাড়ার গুঞ্জনও রয়েছে।

সৌদি আরবে খেলার অভিজ্ঞতা নিয়ে এতদিন নীরব থাকলেও এবার নেইমার খোলামেলা কথা বলেছেন। সৌদিতে খেলা এবং সেখানে বসবাসের অভিজ্ঞতাকে ইতিবাচক উল্লেখ করলেও, তিনি আল-হিলালে তার ভবিষ্যৎ সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তবে তিনি আল-হিলালে সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরলেও সম্প্রতি আবার এক মাসের জন্য মাঠের বাইরে আছেন তিনি। যদিও মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে, তবে আল-হিলালে যোগ দেওয়ার অভিজ্ঞতাকে সুখকর বলেই উল্লেখ করেছেন নেইমার।

বিশ্বকাপ আয়োজনের সৌদি আরবের প্রকল্প পরিদর্শন করতে গিয়েছিলেন নেইমার। তিনি জানান, “সৌদি আরবের আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ। বাইরে থেকে এই দেশ সম্পর্কে অনেকেরই ভিন্ন ধারণা থাকে, তবে এখানে এসে সেটা বদলে গেছে। ইতিবাচক পরিবেশ, যা আমার পছন্দ। এখানে থাকতে আমি এবং আমার পরিবার অনেক খুশি।”

২০৩৪ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, যা ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। সৌদি আরবের পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। রাজধানী রিয়াদেই থাকবে আটটি স্টেডিয়াম, যার মধ্যে নতুন করে নির্মাণাধীন কিং সালমান স্টেডিয়াম ৯২ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচের ভেন্যু হবে। সৌদি আরবের শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও জেদ্দা, আল খোবার, আবহা এবং নতুন নির্মিতব্য নিওম শহরও রয়েছে এই আয়োজনে।

বিশ্বকাপ আয়োজনের বিশাল প্রজেক্টে সৌদি আরব পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে নেইমার, রোনালদোদের মতো তারকাদের সৌদি ফুটবলে যুক্ত করেছে, যা তাদের বাণিজ্যিক লক্ষ্যেরই অংশ।

  • নেইমার
  • বিশ্বকাপ
  • সৌদি আরব
  •