৪৪তম বিসিএসের ৩৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাতিল: পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর ইতোমধ্যে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। শিগগিরই পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।
সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বে গৃহীত ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।“
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তবে, ২৫ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয় এবং পরবর্তীতে ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।
পিএসসি জানিয়েছে, নতুন কমিশন পরীক্ষায় সমমান বজায় রাখতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর (১১,৭৩২ জন) নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “শিগগিরই মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ প্রকাশ করা হবে। প্রার্থীদের এ বিষয়ে পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।”