ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
সকাল থেকেই আগারগাঁও, মিরপুর ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা, যার ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় অফিসগামী এবং সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন।
এর আগেও বুধবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করেন রিকশাচালকরা।
উল্লেখ্য, মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এক রায়ের মাধ্যমে তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
আদালত এ আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এই রিট পিটিশনটি করেছিলেন প্যাডেলচালিত রিকশা সংগঠনের মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক মো. মমিন আলী। জানা গেছে, বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করে, যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।