শিরোনাম

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর, আহত ৬

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসা ও অব্যবস্থাপনার অভিযোগে অভিজিৎ হাওলাদার (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তারা হাসপাতালের প্রধান ফটক আটকে এবং নামফলকসহ গেট ভাঙচুর করেছে। এই ঘটনায় পাঁচ শিক্ষার্থী এবং এক সাংবাদিক আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধনিয়া কলেজ এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা তৈরি হয়। এতে আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া অভিজিৎ হাওলাদার চিকিৎসার অভাবে ১৮ নভেম্বর মারা যান। তার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে ১০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করে এবং অভিজিৎকে নেশাগ্রস্ত বলে অভিযোগ তোলে।

এর আগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে গেলে স্থানীয়দের হামলার মুখে পড়ে। সেই ঘটনার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।

এ বিষয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. রেজাউল হক জানান, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর বিষয়ে তদন্তের জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল
  •