শিরোনাম

রোনালদোর জোড়া গোলে দলের জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি : ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতি ম্যাচে গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাব—দুই জায়গাতেই গোলের ধারাবাহিকতা বজায় রাখছেন এই পর্তুগিজ তারকা। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে দুরন্ত গতিতে ছুটছেন তিনি। যদিও সৌদি লিগে আল কাদিসিয়াহর বিপক্ষে গোল করেও আল নাসরের পরাজয় এড়াতে পারেননি। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ঘারাফার বিপক্ষে দলকে জয় এনে দিয়েছেন ৩৯ বছর বয়সী রোনালদো।

সোমবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল নাসর ৩-১ গোলে পরাজিত করেছে আল ঘারাফাকে। ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। অন্য গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের পা থেকে। আল ঘারাফার হয়ে একমাত্র গোলটি করেন হোসেলু।

এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-তে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল আহলি সৌদির পয়েন্ট ১৫। আল হিলালের পয়েন্ট ১২, তবে তারা এক ম্যাচ কম খেলেছে। আজ রাতে আল সাদকে হারাতে পারলে আল হিলাল আবারও আল নাসরকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে যাবে।

ম্যাচে দারুণ ছন্দে থাকা রোনালদো প্রথম গোলটি করেন ৪৬ মিনিটে, ডি-বক্সের ভেতর থেকে দুর্দান্ত হেডে। ৬৪ মিনিটে তার দ্বিতীয় গোলটি আসে নিখুঁত শটে। এর মাঝে ব্রাজিলিয়ান তরুণ অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

টানা তিন ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে জোড়া গোল দিয়ে শুরু। এরপর ক্লাবের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে এক গোল এবং সর্বশেষ আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৭ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। পুরো বছরের হিসেবে এই পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ।

এই ম্যাচে ক্যারিয়ারের ৯১৩তম গোল করে রোনালদো আরেকটি অনন্য মাইলফলক ছুঁয়েছেন। ৩০ বছর বয়সের পর থেকে এখন পর্যন্ত তার অবদান ৫৫০ গোল।

ম্যাচ শেষে রোনালদো দলের জয়কেই প্রাধান্য দিয়েছেন এবং এই জয় তিনি ভক্ত ও ক্লাবকে উৎসর্গ করেছেন।

  • usharbani
  • আল নাসর
  • ঊষারবাণী
  • ক্রিস্টিয়ানো রোনালদো
  •