শিরোনাম

বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : শুভেন্দু অধিকারী

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-এর প্রতিবেদন অনুযায়ী, চিন্ময়ের মুক্তির দাবি জানিয়েছে বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশের সীমান্ত অবরোধের হুমকিও দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। এমনকি হিন্দুদের অধিকারের জন্য লড়াই করা চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতের মধ্যে তাকে মুক্তি না দিলে সীমান্তে সনাতনীরা অবরোধ করবে। ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না।”

এছাড়া, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিস ঘেরাও করার হুমকিও দিয়েছেন তিনি। শুভেন্দু আরও বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর দমন-পীড়ন বরদাস্ত করা হবে না।”

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের এক সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস বক্তব্য দেন। ওই সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ফিরোজ খান নামে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই মধ্যে মামলার দুই আসামি রাজেশ চৌধুরী ও হৃদয় দাসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, ইসকনের প্রবর্তক মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাস, গোপাল দাস টিপু, প্রকৌশলী অমিত ধর, এবং আরও কয়েকজন।

অন্যদিকে, ইসকন বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।

  • usharbani
  • ঊষারবাণী
  • চিন্ময় কৃষ্ণ দাস
  • বাংলাদেশ
  • বিজেপি
  •