বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎও ব্যর্থ হবে। গণঅভ্যুত্থানের সাফল্য ছাড়া দেশ পুনরায় অন্ধকারে নিমজ্জিত হতে পারে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“ন্যূনতম সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চলমান সমস্যাগুলোর সমাধান করতে হলে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ করতে সক্ষম।”
গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,
“সংবাদপত্র এবং গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ চলছে। কিছু হঠকারী এবং উসকানিদাতা গণমাধ্যমে হামলা করে দেশের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। এর ফলে গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়ছে।”
তিনি আরও উল্লেখ করেন যে গণঅভ্যুত্থানই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ।
“গণঅভ্যুত্থান সফল না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অংশ নিতে হবে।”