আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, নিরাপত্তার স্বার্থে এই তারিখগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন, ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন এবং ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন। এ উপলক্ষে জনসমাগম বেশি হওয়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।