বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে তিনি তার পরিবারের সঙ্গে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন। রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে, যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল-জুলানি বলেছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি সরকারের সকল দায়িত্ব পালন করবেন। আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকার দ্রুত গঠন করা হবে এবং শূন্যস্থানের পূরণ করতে হবে। তবে, সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে সম্পর্ক জটিল হওয়ায় নতুন সরকারের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জ থাকতে পারে।
আইএসআইএস ও আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত এই বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করেছে। প্রথম খবর হিসেবে টেলিভিশনে প্রচারিত হয়েছে যে, স্বৈরশাসক বাশার আল আসাদের কবল থেকে দেশ মুক্ত করা হয়েছে।
হায়াত তাহরির আল শামের নেতা সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, পেছনে ফেরার কোনো জায়গা নেই। ভবিষ্যৎ আমাদের।