সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ত্যাগের পর ইসরায়েল দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ২৫০টির বেশি টার্গেটে অভিযান চালিয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা চালানো হয়েছে। এতে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়। আসাদ বাহিনীর বিভিন্ন ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি বহু যুদ্ধবিমান, সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, অস্ত্র তৈরির কারখানা এবং গুদাম ধ্বংস করা হয়েছে। এছাড়া লাতাকিয়া বন্দরে হামলা চালানোর খবরও পাওয়া গেছে।
বাশার আল আসাদ দেশ ছাড়ার পর থেকেই ইসরায়েল সিরিয়ায় ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এমনকি তারা গোলান মালভূমি পর্যন্ত অগ্রসর হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সিরিয়ায় প্রায় পাঁচ দশক ধরে আসাদ পরিবারের শাসন ছিল। ২০০০ সালে বাবার মৃত্যু পর বাশার আল আসাদ উত্তরাধিকারসূত্রে ক্ষমতা গ্রহণ করেন। তবে সম্প্রতি বিদ্রোহীরা দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রোববার বিমানে করে রাজধানী ত্যাগ করেন তিনি। এর মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান ঘটে।