শিরোনাম

ভারতে বাংলাদেশ মিশনে হামলার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আশা করে যে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে নিজেদের মতপার্থক্য সমাধান করবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ও নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মিলার বলেন, “আমরা চাই সব পক্ষ তাদের মধ্যে বিদ্যমান মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।”

এছাড়া, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলে বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হলে মিলার বলেন, “ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন।” তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন তিনি।

  • usharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  • ভারত
  • যুক্তরাষ্ট্র
  •