শিরোনাম

আফগানিস্তানে বোমা হামলায় মন্ত্রী নিহত, দায় স্বীকার আইএসের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের দপ্তরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন শরণার্থী ও প্রত্যাবাসনবিষয়ক মন্ত্রী এবং প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খলিল হাক্কানি। এএফপি জানিয়েছে, সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) কাবুলের শরণার্থী মন্ত্রণালয়ে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, “শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে, এতে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি এবং তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন।”

৫৮ বছর বয়সী খলিল হাক্কানি ছিলেন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা। হাক্কানি নেটওয়ার্ক আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তাদের ভয়াবহ হামলার জন্য কুখ্যাত ছিল।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, আইএসআইএস-খোরাসান নামে পরিচিত একটি জঙ্গি গোষ্ঠী এখনও সক্রিয়। এই গোষ্ঠী নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

হাক্কানির মৃত্যু তালেবান সরকারের জন্য একটি বড় আঘাত। এই প্রথমবার সরকারের শীর্ষ কোনো কর্মকর্তা এমন হামলায় প্রাণ হারালেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি বলেন, “আফগান মন্ত্রী খলিল হাক্কানির মৃত্যুতে এবং সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।”

সম্প্রতি আফগানিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে। গত মাসে বাগলান প্রদেশে একটি মাজারে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। এছাড়া, সেপ্টেম্বরে মধ্য আফগানিস্তানে আইএস পরিচালিত আরেকটি হামলায় ১৪ জন নিহত এবং ৬ জন আহত হন।

এই ধরনের ঘটনা তালেবান সরকারের নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার সামর্থ্যের ওপর প্রশ্ন তুলছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে।

  • usharbani
  • আইএস
  • আফগানিস্তান
  • ঊষারবাণী
  • বোমা হামলা
  •